কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে?
Published: 2021-04-15 14:50:00

বর্তমানে আমরা রোবটের যুগে বাস করছি। রোবট আমাদের অনেক কাজ করে দেয়। বর্তমানে রোবট এখন ঘরে ঘরে নেই কিন্তু খুব তাড়াতাড়ি রোবট ঘরে ঘরে থাকবে। এটা কোনো কল্পনাবিজ্ঞান নয়। একেবারে বাস্তব। যদি মোবাইলের কথা বলি!
২০০০ সালের দিকে মানুষ কয়টা মোবাইল ফোন ব্যবহার করত। সেই সময় একটা মোবাইল মানে অনেক বড় ব্যাপার। আর বর্তমানে মোবাইল এখন ডাল ভাত। মোবাইল ছাড়া আমরা ইক্টুও চলতে পারি না।
এখন রোবটের কথায় আসি। যদিও এখন রোবট ঘরে ঘরে নেই কিন্তু একটা সময় পার হয়ে এটা মানুষের ঘরে ঘরে থাকবে। মানুষের কাজে সহায়তা করবে। এক কথায় মানুষ তখন রোবটের উপর নির্ভর হয়ে যাবে। একটা সময় দেখা যাবে পৃথিবীতে কেউই বেশি পরিশ্রমের কাজ করতে চাইবে না। কিন্তু বেঁচে থাকার জন্য কাজতো করতে হবে। তখন সেই কাজটা করবে রোবট। সমাজে এই পরিবর্তন ঘটানো জিনিসটার কথা বলেছিলেন একজন। তার নাম জন ম্যাকার্থি। বুদ্ধিমান রোবটের ধারণা তিনিই প্রথম দিয়েছিলেন। ১৯৫৬ সালে ডার্টমাউথের ঐতিহাসিক এক সম্মেলনে তিনি প্রথম ঘোষণা দেন যে যন্ত্রকে বা মেশিণকে যদি সঠিক উপায়ে নীতিমালা বা নির্দেশনা প্রদান করা যায় তাহলে সেটি সে অনুযায়ী কাজ করতে সক্ষম হবে। জন ম্যাকার্থি ১৯২৭ সালের ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বোস্টনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্যাট্রিক ম্যাকার্থি। তার বাবা ছিল একজন জেলে। তার মাতার নাম ইভা গ্লাট। তিনি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ “ লিস্প” এর জনক। এটি একটি হাইলেভেল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। কম্পিউটার সংক্রান্ত গবেষণার জন্য তিনি ১৯৭১ সালে ট্যুরিং পুরস্কার পান। কম্পিউটারে নোবেল পুরষ্কার দেয়া হয় না। তবে এই ট্যুরিং পুরষ্কার কম্পিউটারে নোবেল বলে খ্যাত। ১৯৯০ সালে তিনি অর্জন করেন আমেরিকার ন্যাশনাল মেডেল অব সায়েন্স এওয়ার্ড । ১৯৮৮ সালে তিনি আরেক সম্মানজনক পুরষ্কার ক্রিয়োটা লাভ করেন। ২০১১ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে তিনি মারা যান। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে হয় তার জীবনাবসান। তার অবদানের জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন আমাদের সবার মাঝে।